বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় গাঁজাসহ কারবারি আটক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গায় গাঁজাসহ কারবারি আটক

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে শান্তি পরিবহন কাউন্টারে সামনে  তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

শনিবার (২ নভেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের সার্বিক দিকনিদের্শনায় মাটিরাঙ্গা থানার ওসি তফিকুল ইসলাম তৌফিকের নেতৃত্বে মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক  (এস আই) শুভ্র দেবনাথের সঙ্গীয় ফোর্স পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিক্তিতে মাটিরাঙ্গা বাজারে শান্তি পরিবহন কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলমকে (৪০) তার কাছে থাকা একটি কালো ব্যাগ ও একটি আপেলের কার্টন তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত আসামি মো. জাহাঙ্গীর আলম (৪০) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে।

মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

টিএইচ