বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় বিভিন্ন এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গায় বিভিন্ন এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় থেকে দুম্বার মাংস উপজেলা পর্যায়ে পৌঁছার পর একই রাতে উপজেলার  বিভিন্ন এতিমখানায় দুম্বার মাংস পৌঁছে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা থেকে উপজেলা পর্যায়ে ১৯ কার্টুন মাংস বরাদ্দ দেয়া হয়। উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানদের অনুকূলে ও মঙ্গলবার রাতে দুম্বার মাংসগুলো প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ বলেন, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুস্থ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেয়া আছে। সেই অনুযায়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের এতিমখানায় এ মাংস বিতরণ করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী  বলেন, সৌদি আরব থেকে পাঠানো দুম্বার মাংস সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, মাটিরাঙ্গা প্রেস-ক্লাবের সহ-সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইঁয়া, সাংবাদিক সাগর চত্রুবর্তী কমল উপস্থিত ছিলেন।

টিএইচ