সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাদকবাহী অ্যাম্বুলেন্স রেখে চালকের পলায়ন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

মাদকবাহী অ্যাম্বুলেন্স রেখে চালকের পলায়ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সে মাদক দিয়ে লাশ সাজিয়ে পাচার করার সময় ২৫০ পিস ফেন্সিডিল ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় মাদকবাহী অ্যাম্বুলেন্সটি নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। 

এ সময় থানা পুলিশের টহল জিপের সাইরেন শুনে গতি পরিবর্তন করে দ্রুত গতিতে ফুলবাড়ী বাজারের দিকে পালিয়ে যাওয়ার সময় ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির সামনে অ্যাম্বুলেন্স রেখে চালক পালিয়ে যায়। এ সময় তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ ব্যাপারে পলাতক চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপরাধীকে শনাক্তের বিষয়ে তদন্ত চলছে।

টিএইচ