বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘মাদকের সাথে আপস হবে না’

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

‘মাদকের সাথে আপস হবে না’

মাগুরা মহম্মদপুরে বুধবার (২৬ জুলাই) উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিংয়ে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদকের জিরো টলারেন্স করতে, মাদকের সাথে কোন আপস হবে না। 

তিনি বলেন, মাদকের পরিমাণ বেড়েই চলছে। মাদক দমনে পুলিশকে বিশেষ ভূমিকা  পালন করতে বললেন তিনি। কেউ যেন মাদক, জুয়াড়িদের ব্যাপারে কোনো প্রকার তদবির বা সুপারিশ না করতে পারে সে ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দেন।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, মহম্মদপুর থানার ওসি মো. বোরহান উল  ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মকছেদুল মোমিন বিনোদপুর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. বেবী  নাজনীন প্রমুখ।

টিএইচ