বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের এডহক কমিটি গঠন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের এডহক কমিটি গঠন

মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম জেলার ক্রীড়া সংস্থার এ কমিটি গত ২৭ মার্চ অনুমোদন দেন। তবে বিষয়টি গত বৃহস্পতিবার নিশ্চিত করেছেন জেলা ক্রীড়া অফিসার ও এডহক কমিটির সদস্য সচিব সমির বাইন।

তিনি বলেন, ঈদের ছুটির পরে ক্রীড়া সংস্থার কমিটির অনুমোদনের কপি হাতে পেয়েছি। নব গঠিত কমিটিরতে পদাধিকার বলে আহ্বায়ক হয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার এবং সদস্য সচিব হয়েছেন জেলা ক্রীড়া কর্মকর্তা সমির বাইন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (খেলোয়াড়, কোচ ও রেফারি) হাবিবুর রহমান কাওছার হাওলাদার ও জাহিদুর রহমান খান। স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি কাজী হুমায়ুন কবির।

ক্রীড়া সম্পৃক্ত ও সংগঠক ছাত্র প্রতিনিধি জুবায়ের আহমেদ নাফি। সাংবাদিক বেলাল রিজভী। ক্রীড়া সংশ্লিষ্ঠ ব্যক্তি ও ক্রিকেট সংগঠক মাসুমুল হক এবং খান আতিকুর রহমান লাবলু।

জেলা ক্রীড়া অফিসার ও এডহক কমিটির সদস্য সচিব সমির বাইন বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার বলেন, এই কমিটি গঠনের মধ্য দিয়ে মাদারীপুর ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন আসবে। জেলা ক্রীড়ার ঐতিহ্য পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারবে এই কমিটি।

টিএইচ