সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাদারীপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের সভা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের সভা

মাদারীপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য জরুরি সভা করেছে জেলা প্রশাসন।  গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক অ্যাড. জামিনুর হোসেন মিঠু প্রমুখ। 

সভায় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি শক্ত হাতে নাশকতাকারীদের প্রতিহত করার কথাও জানান তারা।

টিএইচ