বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ দুজন আটক

মাদারীপুর প্রতিনিধি  

মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ দুজন আটক

মাদারীপুরে ৩ টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের চরকান্দি এলাকায় চোরাই মোটরসাইকেল বেচা-কেনার সময় তাদের আটক করা হয়। 

গত বৃহস্পতিবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিবচর থানা পুলিশ। পুলিশ জানায়, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে একটি মোটরসাইকেল চোর চক্র জেলার বিভিন্ন স্থান থেকে ছিনতাই করে ও মোটরসাইকেলের লক ভেঙে ও মোটরসাইকেল চুরি করতো। 

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের চরকান্দি এলাকায় চোরাই মোটরসাইকেল বেচা-কেনার সময় শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বখরেরচর গ্রামের শাহজাহান শেখের ছেলে রাশেদুল ইসলাম ওরফে মাহিম ও একই এলাকার আক্তার হোসেন সান্টু বেপারী ছেলে মুসা বেপারীকে আটক করে। 

এসময় আরেক এক সদস্য শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোড়ল কান্দি গ্রামের মো. সালাম মীরের ছেলে হাসান মিয়া কৌশলে পালিয়ে যান। চক্রটি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলো বলে জানান শিবচর থানা পুলিশ।

টিএইচ