শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

মাদারীপুরে ছাত্র আন্দোলনে শহীদ রোমান বেপারীর নামে সড়ক নামকরণের উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ছাত্র আন্দোলনে শহীদ রোমান বেপারীর নামে সড়ক নামকরণের উদ্বোধন

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রোমান বেপারীর নামে নতুন করে মস্তফাপুর টু মাদারীপুর ফোরলেন মহাসড়কের শাখা সড়ক খাগদি বাসস্ট্যান্ড থেকে রোমান বেপারী বাড়ি ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণের উদ্বোধন করেছেন মাদারীপুর বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। 

শনিবার (১৭ আগস্ট) সকালে মাদারীপুর সদর উপজেলার খাগদী বাসস্টান্ডের পাশে  শাখা সড়কের সামনে ব্যানার টানিয়ে এই নামকরণের উদ্বোধন করা হয়। এর আগে সকালে শহীদ রোমানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করে ছাত্র-জনতা।

এসময় জামায়াত ইসলামের মাদারীপুর জেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা মোখলেসুর রহমান, মস্তফাপুর ইউপির সাবেক চেয়ারম্যান কাজী আবুল বাশার, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহমান ও সৈকত সাধারণ শিক্ষার্থী ও শহীদ রোমানের পিতা, একমাত্র কন্যা সন্তান, স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ