রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
The Daily Post

মাদারীপুরে ছিনতাইয়ের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ছিনতাইয়ের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার

মাদারীপুরে আল-আমিন নামে এক বিকাশ কর্মীর পরিকল্পনায় নিজের ভায়রাকে দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই করা হয়। এসময় পরিকল্পনা মতই আল-আমিনকে কুপিয়ে আহত করে ছিনতাই করা হয়। 

এ ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে মাদারীপুর পুলিশ। এসময় আসামিদের থেকে দুটি মোটরসাইকেল ও নগদ ১৪ লাখ ৫৭ হাজার ৫শ টাকা জব্দ করা হয়। 

মঙ্গলবার (১৬ জুলাই) মাদারীপুর পুলিশ সুপার মো. শফিউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামি গ্রেপ্তারের বিষয়টি জানান। 

প্রেসব্রিফিং-এ জানানো হয়, গত ৭ জুলাই বিকাশকর্মী পূর্বপরিকল্পনা মতে আরেক বিকাশকর্মীকে নিয়ে মাদারীপুর সদর উপজেলায় কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে চারজন গতিরোধ করে এবং আল-আমিনকে কুপিয়ে বিকাশের ১৮ লাখ টাকা ছিনতাই করে। আহত অবস্থায় আল-আমিনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

পরবর্তীতে পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করে এবং তদন্তে আল-আমিনের সম্পৃক্ততা পায়। তারই সূত্র ধরে সদর উপজেলার কুলপদ্বি গ্রামের হযরত আলী সরদারের ছেলে আল-আমিন সরদার, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে নুরুল করিম এবং একই উপজেলার এনায়েতনগর গ্রামের আলমাছ সরদারের ছেলে মো. সাইমুন সরদারকে আটক করা হয়। 

আসামিদের থেকে দুটি মোটরসাইকেল ও নগদ ১৪ লাখ ৫৭ হাজার ৫শ টাকা, একটি হেলমেন্ট, একটি আইফোন ও একটি টি শার্ট জব্দ করা হয়। আটকদের আদালতে হস্তান্তর করা হয়েছে। 

টিএইচ