বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রেমিক আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রেমিক আটক

মাদারীপুরের কালকিনিতে মোসা: আসমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। পরকিয়া প্রেম ঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ভূক্তভোগী পরিবারের দাবি।

এদিকে ওই নিহত গৃহবধূর প্রেমিক নাজমুল (২৮)কে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর এলাকার গোপালপুর গ্রামের নাছিম তালুকদারের মেয়ে আসমার সঙ্গে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের মো. আমির সরদারের সৌদি প্রবাসী ছেলে মো. হালিম সরদারের প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী বিদেশ থাকার সুযোগে নিহত ওই গৃহবধূর সাথে খাঞ্জাপুর গ্রামের এসকেন বেপারীর ছেলে মো. নাজমুল বেপারীর প্রেমের সম্পর্কের সৃষ্টি হয়। তাদের দু’জনের প্রেমের ঘটনা স্থানীয় লোকজনের মাঝে জানাজানি হয়ে যায়।

পরে নিহতের বাবা নাছিম তালুকদার তার মেয়েকে কালকিনি পৌর এলাকার গোপালপুর বাজারের পাসে একটি বাসা ভাড়া করে দেন। দীর্ঘদিন যাবত সেই বাসায় নিহত ওই গৃহবধূ তার কন্যা সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু সোমবার সকালে ওই গৃহবধূর সাথে ভিডিও কলে কথা হয় তার প্রেমিক নাজমুলের। এক পর্যায়ে আসমা আত্মহত্যা করার কথা বললে নাজমুল তার বাসায় এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আসমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেখর কুমার দেবনাথ তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এদিকে নিহতের পরিবারের দাবি আসমার সঙ্গে এসকেন বেপারীর ছেলে মো. নাজমুল বেপারীর প্রেমের সম্পর্ক ছিল। তাকে নাজমুলই হত্যা করেছে। এদিকে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহত ওই গৃহবধূর প্রেমিক নাজমুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।

নিহত গৃহবধূর বাবা নাছিম তালুকদার বলেন, আমার মেয়ের সঙ্গে নাজমুল বেপারীর প্রেমের সম্পর্ক ছিল। ও আমার মেয়েকে হত্যা করেছে। আমরা তার নামে মামলা করবো।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, নিহত গৃহবধূ আসমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহত ওই গৃহবধূর প্রেমিক নাজমুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে নিহতের পরিবার মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

কেএস