সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নায়ক রুবেলসহ তিনজন আহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নায়ক রুবেলসহ তিনজন আহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় শনিবার (১৬ নভেম্বর) সড়ক দুর্ঘটনায় নায়ক রুবেলসহ তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। 

পুলিশ, ফায়ার সার্ভিস জানায়, নায়ক রুবেলসহ আরও পাঁচজন একটি হাইয়েক্স গাড়িতে করে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার সমাদ্দার এলাকায় তাদের বহনকারী গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে পাশ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

এতে নায়ক রুবেল, ওমর ফারুক ও মো. কবির নামে তিনজন আহত হয়। পরে হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক এসে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

টিএইচ