সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাদারীপুরের রাজৈরে ভুয়া পুলিশ আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে ভুয়া পুলিশ আটক

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে শাহিন শেখ নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রাজৈর উপজেলার বৌলগ্রামের শাহ আলম শেখের ছেলে।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, টেকেরহাট বন্দরে শনিবার রাতে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল এক ভুয়া পুলিশ সদস্য। এ সময় বিষয়টি সাধারণ মানুষের সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে রাজৈর থানা পুলিশকে খবর দেয়া হয়। 

পরে রাজৈর থানা পুলিশ এসে এই ভুয়া পুলিশ সদস্যকে আটক করে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলাসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড একটি মোবাইল জব্দ করা হয়েছে।

টিএইচ