রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩১
The Daily Post

মানিকগঞ্জে সিআরপির মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে সিআরপির মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে সিআরপি আয়োজিত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসকের পরামর্শে থেরাপি নিয়ে হাতের ব্যথার যন্ত্রণা কমেছে অনেকের। এই ক্যাম্পে বিনামূল্যে পেয়েছেন চিকিৎসাসেবা। 

চিকিৎসা নিতে সহিতন বেগমও মেডিকেল ক্যাম্পে এসেছেন মানসিক সমস্যার নিতে। তাকে চিকিৎসাসেবা প্রদানকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট  সেলিনা আক্তার কণা বলেন, দীর্ঘদিন ধরে সহিতন বেগম পারিবারিক সমস্যায় মানসিকভাবে ভুগছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়েছে। তার মতো অনেক রোগীই ক্যাম্পে আসছেন। একেকজনের সমস্যা একেক রকম। প্রাথমিকভাবে তাদের সঙ্গে কাউন্সেলিং করা হচ্ছে। 

সহিতন বেগম বলেন, ম্যালা দিন ধইরা একটা ঝামেলা নিয়া ম্যালা যন্ত্রণায় আছিলাম। ওনার লগে কথা কওনের পর একটু শান্তি পাইলাম। আর আগে জানলে ডাক্তারের কাছে আরও আগেই যাইতাম। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী মানিকগঞ্জের দক্ষিণ উয়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিআরপি আয়োজিত মেডিকেল ক্যাম্পে এমন প্রায় দুইশ রোগীদের বিনামূল্যে দেয়া হচ্ছে চিকিৎসাসেবা। ইআইএইচআরপিডি প্রকল্পের আওতায় ‘প্রতিবন্ধীতা শনাক্তকরণ’ এই ক্যাম্পে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবাসহ দেয়া হচ্ছে বিশেষসেবা। 

এ ক্যাম্পে পরামর্শ দিচ্ছেন সিআরপি থেকে আগত ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। 

মেডিকেল ক্যাম্পে ইআইএইচআরপিডি প্রকল্পের ব্যবস্থাপক রহমতুল বারী, সিআরপি মানিকগঞ্জ শাখার ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাড. মুহাম্মদ মাছুদুল হক, অ্যাড. মো. শাহজাহান উপস্থিত ছিলেন। 

টিএইচ