শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Post

মানিকছড়ির দুটি ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করলো প্রশাসন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

মানিকছড়ির দুটি ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করলো প্রশাসন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুটি ইটভাটার সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত তুলাবিল এলাকার সেলিম অ্যান্ড ব্রাদার্স এবং বড়বিল এলাকার থ্রি স্টার ইট ভাটায় অভিযান চালিয়ে এর সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া।

এ সময় তিনি জানান, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (নং- ১৩৭০৫/২০২২) এর আদেশ মোতাবেক মানিকছড়ি উপজেলার দুটি ইট ভাটার সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

প্রাথমিকভাবে ইটভাটার চুল্লির বিভিন্ন অংশ ভেঙে দেয়া হয়েছে। সেই সাথে সম্পূর্ণ চুল্লি ভে েগুঁড়িয়ে দেয়ার কার্যক্রম রয়েছে। কয়েকদিনের মধ্যে পুরো চুল্লি ভেঙে ফেলা হবে বলেও জানিয়েছেন তিনি।

টিএইচ