মান্দা উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ১৪টি ইউনিয়নে ১ম প্রর্যায়ে এলাকাভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানর উন্নয়নের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, সাবেক মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক (এমপি)।
সোমবার (০২ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, স্থানীয় এমপি মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক, অন্যদের মধ্য বক্তব্য দেন, আ.লীগ মান্দা উপজেলা শাখার সভাপতি মো. নাজিম উদ্দীন মণ্ডল, ভারশোঁ ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সুমন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম আজম।
অনুষ্ঠান শেষে উপজেলার ১৪ ইউনিয়নে টিআর প্রকল্পের আওতায় সর্বনিম্ন ৫০ হাজার, সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার করে মোট ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৩৩ টাকার চেক বিতরণ করা হয়।
টিএইচ