শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

মান্দায় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

মান্দায় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় আরিফ হোসেন (২২) এবং জনি আক্তার (১৭) নামে দ তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর মধ্যপাড়ার জনৈক আব্দুর রহমানের একটি ইউক্যালিপ্টাসের বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফ হোসেন তুলশিরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।  

স্থানীয়রা জানান, নিহত আরিফ হোসেন ২০১৯ সালে দোয়ানী দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে পাস করার পর অদ্যাবধি নিজ বাড়িতে কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। অপরদিকে জনি আক্তার ও ওই মাদ্রাসা থেকে এবারে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করে। 

নিহতদের বাড়ি একই এলাকায়। কিন্তু ছেলের শারীরিক অক্ষমতার বিষয়টি জানার পর মেয়ের পরিবার তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র বিয়ে দেয়ার জন্য পাত্র দেখছিলেন। এমতাবস্থায় তারা দুজনে গত রোববার সন্ধ্যায় বাড়ি থেকে পালিয়ে যায়। তবে নিহত জনি আকতার একটি চিরকুট লিয়ে যায় বাড়িতে। 

সেখানে সে উল্লেখ করে আমাকে ক্ষমা করো আমি মিজানুরের সাথে চলে গেলাম। মেয়েটির পরিবার জানায়, যদিও মিজানুরের সাথে তাদের প্রেমের সম্পর্ক কিন্তু মিজানুর ঘটনাস্থলে নেই। আর আরিফ একই এলাকার তার সাথে যাওয়ার কোনো কারণ ছিল না। ঘটনার নেপথ্যে মিজানুরকে খুঁজছে পুলিশ । 

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন,সোমবার (১৪ আগস্ট) তুলশিরামপুর গ্রামের একটি ইউক্যালিপ্টাসের বাগানে তাদের দুজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তাদের মরদেহ উদ্ধারের সময় তাদের পাশে পড়া থাকা অবস্থায় গ্যাস ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট, জন্ম নিবন্ধন কার্ড, পানির বোতল এবং থ্রি-পিস ও অন্য পোশাকসহ একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিজানুরসহ আরও বেশ কয়েকজন যুবক সাথে ছিল। মরদেহের প্রাথমিক সুরতহালে জনি আখতারকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

টিএইচ