সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
The Daily Post

মামলা প্রত্যাহার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

জামালপুর প্রতিনিধি 

মামলা প্রত্যাহার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

জামালপুর প্রেস ক্লাবের সভাপতি চ্যানেল আই এর সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর করা মামলা প্রত্যাহার ও যথাযথ প্রতিকারের দাবিতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জামালপুর প্রেস ক্লাবের আয়োজনে রোববার (১২ জানুয়ারি) প্রেস ক্লাবের সব সদস্য ও জামালপুরের কর্মরত সাংবাদিকরা এ স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন, জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী প্রমুখ।

বক্তারা বলেন, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাকে সামাজিকভাবে হেয়পতিপন্ন করতেই ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ অপপ্রয়াসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। 

টিএইচ