অবশেষে ঝালকাঠির নলছিটি থানার এসআই শহিদুল আলমকে রাজাপুর থানায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বদলির বিষয়টি জানিয়েছেন।
এরআগে মামলা তদন্তে ঘুষ দাবির ঘটনায় গত রোববার এসআই শহিদুল আলমের বিরুদ্ধে বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে লিখিত অভিযোগ করেন নলছিটি উপজেলার জুরকাঠি গ্রামের বাসিন্দা মাইনউদ্দিন খান। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তোলপাড় শুরু হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, এসআই শহিদুল আলম ওই আ.লীগ নেতার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে বরিশাল সাইবার আদালতের ওই মামলায় মাইনউদ্দিন খানের নামে মনগড়া কাল্পনিক তদন্ত প্রতিবেদন দেন।
অভিযোগীকারী মাইনউদ্দিন খান বলেন, এসআই শহিদুল আলম একই থানায় দীর্ঘদিন যাবৎ চাকরির সুবাদে এলাকায় ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
অভিযোগের বিষয় এসআই শহিদুল আলম বলেন, আমার বিরুদ্ধে যা অভিযোগ সবই মিথ্যা। আমি ফরেনসিক রিপোর্ট অনুযায়ী তদন্ত প্রতিবেদন দিয়েছি। আর মাইনউদ্দিন খানের ভাই গিয়াসকে ফোন করে হুমকি দেয়ার ঘটনা সত্য নয়।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, এসআই শহিদুল আলমের বদলির আদেশ পেয়েছি। তার হাতে কিছু কাজ রয়েছে সেগুলো শেষ হলে তিনি রাজাপুর থানায় যোগদান করবেন।
টিএইচ