বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধের একটি সালিশ বৈঠকে মারপিটে মহিউদ্দিন মহারাজ নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার ভাই শওকত আলী জোমাদ্দার।
এ ঘটনায় শনিবার (১ মার্চ) মোরেলগঞ্জ হাসপাতালের সামনে থেকে অভিযুক্ত সাবেক সেনা সদস্য মো. মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার জিউধরা ইউনিয়নের লক্ষীখালী পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন মহারাজ বরইতলা গ্রামের আবুবকর জোমাদ্দারের ছেলে। তার স্ত্রী ও চার সন্তান রয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, মারপিটে আহত মহিউদ্দিন মহারাজ মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
টিএইচ