মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত মুন্সীগঞ্জের মামা-ভাগনেসহ ৩ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবার রাতে মরদেহ দেশে পৌঁছানোর পর রোববার (২০ অক্টোবর মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঢল নামে মানুষের। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের।
নিহতরা হলেন, মুন্সীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী, একই এলাকার আবুল কাশেমের ছেলে আবু তাহের ও মহিউদ্দিনের ছেলে সালাম।
এদিকে পরিবারের সচ্ছলতার জন্য প্রবাসে গিয়ে এমন মৃত্যুতে স্বজনদের চলছে শোকের মাতম। সরজমিনে দেখাযায় দুটি পরিবারে স্বজনদের আহাজারি আর্তনাদ চলছে।
নিহত জব্বার আলীর বোন রেহানা বেগম বলেন, আমার ভাই আমাদের সবাইকে দেখে শুনে রাখতে এখন আমাদের কি হবে। যেদিন মারা গেলো তার আগেও কথা হইলো। সেই ভাইরে এখন কিভাবে বলমু।
স্বামী হারিয়ে শোকে অনেকটাই বাকরুদ্ধ জব্বারের স্ত্রী মুনিয়া বেগম। অশ্রুশিক্ত চোখে আর্তনাদের সঙ্গে বলেন, আমার কোন সন্তান নেই, স্বামীও হারাইলাম। আমরা কিছু রইলো না। আমি স্বামীর জন্য দোয়া চাই শুধু।
গত ১০ অক্টোবর মালয়েশিয়ার জোহর রাজ্যের শিল্প এলাকায় একাধিক রাসায়নিক বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৩ জন।
টিএইচ