বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাহা ওয়াগ্যোয়াই পোয়ে-প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি

মাহা ওয়াগ্যোয়াই পোয়ে-প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী

বান্দরবান শহরে মারমা সমপ্রদায়ের প্রাণের উৎসব মাহা ওয়াগোয়াই পোয়ে ও প্রবারণা পূর্ণিমার প্রথম দিন উদযাপিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মানুষের সুখ ও শান্তি কামনা করে বান্দরবান কালাপাড়া স্বর্ণমন্দিরে প্রার্থনায় হাজার হাজার ভক্ত ও অনুসারীদের সঙ্গে যোগ দেন।

এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পর্যায়ক্রমে বন্দনা, পঞ্চশীল, অষ্টশীল, দেশনা, দানীয় সামগ্রী বিতরণ, বৌদ্ধ ধ্বজ উত্তোলন ও হাজারো প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেয়ার পর চুলামণী জাদীর উদ্দেশ্যে ফানুস উৎসর্গ করেন। গত রোববার রাতে বান্দরবান শহরের কালাপাড়া স্বর্ণমন্দিরে হাজারো ভক্তদের সঙ্গে পার্বত্যমন্ত্রী বন্দনায় অংশ নেন।

এ উৎসবের মাধ্যমে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বন্দনা করা হয়। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রতিটি মানুষের মনে সুখ বয়ে আনার প্রার্থনা করা হয়। প্রাণের মিলনমেলা এই উৎসবের মাধ্যমে যা কিছু সুন্দর; যা কিছু সত্য, তারই বন্দনা করা হয়।

হাজারো ভক্ত অনুসারীর মধ্যে এসময় বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজমী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, বান্দরবান পৌরমেয়র শামসুল ইসলাম, বান্দরবান পৌর আ.লীগের সভাপতি ও বান্দরবান হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমাসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

টিএইচ