বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

মিঠাপুকুর প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপি নেতাদের মতবিনিময়

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

মিঠাপুকুর প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপি নেতাদের মতবিনিময়

রংপুরের মিঠাপুকুর উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপির নেতারা। বুধবার (৩০ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানী। 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফুলের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব নিক্সন পাইকার ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লর্ড, মোর্শেদ হাসান সোহেল। সভায় বক্তারা বলেন, সাংবাদিক জাতির বিবেক, জাতির দর্পণ।

বিগত সরকারের আমলে আমরা তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে ছিলাম। কোন প্রকার ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। আমাদের সকলের আন্দোলনের ফসল হিসেবে জাতি আজ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছে। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খন্দকার জুয়েল, যুগ্ম আহ্বায়ক হযরত আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রুবেল সাদী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম প্রমুখ।

টিএইচ