সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মিঠাপুকুরে মাইক্রোবাস চাপায় এএসআই’র মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

মিঠাপুকুরে মাইক্রোবাস চাপায় এএসআই’র মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে অজ্ঞাত মাইক্রোবাস চাপায় প্রান গেলো মিঠাপুকুর থানায় কর্মরত আলীউল ইসলাম নামে এক সহকারী পুলিশ উপ-পরিদর্শকের। সরকারি কাজ শেষে মোটরসাইকেল যোগে মিঠাপুকুর থানায় ফেরার পথে তিনি একটি সাদা রঙের অজ্ঞাত মাইক্রোবাস চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

মিঠাপুকুর এবং পীরগঞ্জ থানার দায়িত্বরত এএসপি (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, আলীউল ইসলাম মিঠাপুকুর থানার গোপালপুর ইউনিয়নের বীট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিঠাপুকুর ছ"মিল বাজার সংলগ্ন একটি অভিযোগের নিষ্পত্তি করে মিঠাপুকুর থানায় ফেরার পথে সন্ধ্যায় মিঠাপুকুর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের ফকিরের হাট সংলগ্ন রামেশ্বরপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, আলিউর ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান এবং চৌকস পুলিশ অফিসার ছিলেন। নিহতের পরপরই ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মিঠাপুকুর থানায় নিয়ে আসা হয়। ঘাতক মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি। তবে মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে।

মিঠাপুকুর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল জব্বার জানান, আলীউল ইসলাম সদা-হাসোজ্জল এবং বিনয়ী একজন পুলিশ সদস্য ছিলো। সে মিঠাপুকুর থানায় সকল পুলিশ সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করতো। তার মৃত্যুতে মিঠাপুকুর থানায় কর্মরত সবাই শোকে ভেঙে পড়েছে।

আলীউল ইসলাম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি এক পুত্র এবং কন্যা শিশু সন্তানের জনক। ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে তার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করার কথা রয়েছে বলে তার পরিবার থেকে জানানো হয়েছে। 

টিএইচ