কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ইউএনওর বদলি বাতিল ও উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও উপজেলা সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুর উপজেলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সংগঠক নিশাত ইসলামের নেতৃত্বে ও সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন- ইউএনওর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অপবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
সেই সঙ্গে উপজেলায় টেন্ডারবাজ, চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য বিবি করিমুন্নেসাকে প্রয়োজন, যার কারণে বদলি বাতিলের জোর দাবি জানান বক্তারা।
ইউএনওর বিবি করিমুন্নেছা বলেন- যারা আমাকে বদলি করতে চায় এবং আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা আমার কাছে অসাধু পন্থায় তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারায় এ কাজগুলো করছেন।
এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সুলতান মাহমুদ, জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সদস্য মিজানুর রহমান, জাতীয় নাগরিক কমিটির মিরপুর উপজেলা সদস্য আবু সাঈদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের জনসাধারণ।
টিএইচ