বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মিরপুরে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি 

মিরপুরে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষ্ণপুর গ্রামের পুকুর থেকে সুমি (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুমি কৃষ্ণপুর গ্রামের সাতমাইল এলাশার রকিবুলের স্ত্রী। শুক্রবার (২৫ আগস্ট) নিজ বাড়ির পুকুর পাড় হতে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি জানিয়েছেন মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম। 

তিনি বলেন, শুক্রবার (২৫ আগস্ট) মোবাইল ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির পেছনের পুকুর থেকে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূ সুমির লাশ উদ্ধার করা হয়। তার শরীরের কিছু জায়গাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার পর পুকুরে ফেলে দেয়া হয়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীর ভাষ্যমতে পুলিশ সন্দেহভাজন প্রতিবেশী নজরুল ইসলাম (৩৭) ও তার স্ত্রী শাহেরা খাতুনকে (৩৪) এ ঘটনায় জড়িত থাকার দায়ে আটক করেছে। তবে হত্যার মূল বিষয়টির কারণ জানতে কাজ করছে পুলিশ।

টিএইচ