বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ২০

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ২০

চট্টগ্রামের মিরসরাইয়ে এক পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। এসময় মানুষ ছাড়াও গরু, ছাগলও রেহাই পায়নি ওই পাগলা কুকুরের কামড় থেকে। আহতদের চিকিৎসার জন্য চটগ্রামসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার ভোর থেকেই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ও মধ্যম ওয়াহেদপুর এলাকায় পাগলা কুকুরটি এ তাণ্ডব চালায়। পরবর্তীতে স্থানীয়দের সঙ্ঘবদ্ধ আক্রমণে মারা পড়ে। আহতরা হলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ও উত্তর ওয়াহেদপুর গ্রামের রবিউল হোসেন, আব্দুল মান্নান, আব্দুর রহিম, হাসান রনি, রফিকুল ইসলাম রফিক, ফকির আহম্মদ, হালিমা বেগম, ফাতেমা বেগম, মোহাম্মদ মিয়াসহ অনেকে। 

আহত কৃষক রবিউল হোসেন বলেন, ভোরে আমি ক্ষেত থেকে সবজি তুলে বাড়ির বারান্দায় গুছিয়ে দিচ্ছিলাম। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই পাগলা কুকুরটি আমার বাম হাতে কামড় দিয়ে চলে যায়।

ওয়াহেদপুর ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, বেওয়ারিশ এই কুকুরের ব্যাপারে আগে থেকে এলাকার কেউই অবগত ছিল না। হঠাৎ গত বৃহস্পতিবার সকালে এমন ভয়াবহ আক্রমণ। আহতদের মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে বেশ কজন হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে প্রতিষেধক প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিএইচ