রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

মির্জাগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন সভাপতি জুয়েল সম্পাদক বায়েজিদ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

মির্জাগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন সভাপতি জুয়েল সম্পাদক বায়েজিদ

পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেস ক্লাবের দুই বছর মেয়াদি (২০২৫-২৬) ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক দিনকাল প্রতিনিধি মো. কামরুজ্জামান জুয়েলকে সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন হয়।

প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মো. গোলাম ফারুক মুন্সী (দৈনিক কালের কণ্ঠ) গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি উত্তম গোলদার (দৈনিক নয়া দিগন্ত), সহসভাপতি কামরুজ্জামান বাঁধন (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসেন (দৈনিক মানবজমিন), আতিকুন রহমান লিপন (দৈনিক বিজনেস বাংলাদেশ), কোষাধ্যক্ষ অমিতাভ দাস অপু (দৈনিক যায়যায়দিন), দপ্তর সম্পাদক মো. সুমন কাজী (দৈনিক সময়ের আলো), প্রচার সম্পাদক সিয়াম রহমান হিমেল (দৈনিক নয়া শতাব্দী), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ (দৈনিক মানবকণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক বায়েজিদ হাসান (দৈনিক খোলা কাগজ)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন— ইলিয়াস হোসাইন (দৈনিক কালবেলা), মীর মাসুম বিল্লাহ (দৈনিক সকালের সময়), রেজাউল ইসলাম (দৈনিক বর্তমান), মো. সাকির আলম (দৈনিক স্বদেশ প্রতিদিন), সাইফুল ইসলাম সুলতান (দৈনিক আমার বার্তা), মো. নাঈম ইসলাম (দৈনিক সমাজ দর্পণ) ও মাসুম বিল্লাহ প্রিন্স (দৈনিক স্বদেশ বিচিত্রা)।

টিএইচ