বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মির্জাগঞ্জে উপকারভোগী কৃষকদের সঙ্গে অতিরিক্ত সচিবের মতবিনিময়

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জে উপকারভোগী কৃষকদের সঙ্গে অতিরিক্ত সচিবের মতবিনিময়

পটুয়াখালীর মির্জাগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) আওতায় দলভুক্ত উপকারভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার। 

উপজেলার কিসমত ছৈলাবুনিয়া গ্রামে গত শুক্রবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন। উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ অফিসার  গোলাম ফারুকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সফল কৃষক গ্রুপলিডার সমির অধিকারী। মতবিনিময় সভা শেষে ছৈলাবুনিয়া এসএসিপি ভার্মি গ্রাম, অফসিজন তরমুজ প্রদর্শনী, ড্রাগন ও মাল্টা বাগান পরিদর্শন করেন প্রধান অতিথি। 

সভায় প্রধান অতিথি অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার বলেন, দক্ষিণাঞ্চলের কৃষিকে আরও এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কৃষকরাই খাদ্যপুষ্টির ধারক-বাহক। তিনি আরও বলেন, উচ্চমূল্যের ফসল উৎপাদনে কৃষকদের কোনো সমস্যা আছে কি না, তা নিয়ে আলোচনা এবং ফসল উৎপাদনে খাল খনন করা হবে। 

মতবিনিময় সভায় কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষক-কৃষানি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টিএইচ