সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মির্জাগঞ্জে উপজেলা পরিষদের নবনির্বাচিতদের দায়িত্বগ্রহণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

মির্জাগঞ্জে উপজেলা পরিষদের নবনির্বাচিতদের দায়িত্বগ্রহণ

পটুয়াখালীর মির্জাগঞ্জের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। 

তিনবারের উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. ওমর ফারুক শাওন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিবকে ফুল দিয়ে বরন করেন পরিষদের কর্মকর্তারা। 

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তেন মং, মির্জাগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবদুল্লা আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আলাউদ্দীন মাসুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুর হক, বিআরডিবি কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

দায়িত্বগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান মো. খান মো. আবু বকর সিদ্দিকী বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। তাই সব ভেদাভেদ ভুলে একসঙ্গে সকলে মিলে কাজ করতে চাই। 

উপজেলা পরিষদের সবাইকে সঙ্গে নিয়ে সকলের মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে মির্জাগঞ্জকে একটি  আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয়  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ