বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

মির্জাগঞ্জে কৃষকদের মধ্যে বীজ-সার ও নারিকেল চারা বিতরণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

মির্জাগঞ্জে কৃষকদের মধ্যে বীজ-সার ও নারিকেল চারা বিতরণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৪ হাজার ৮৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে উফসী ধানের বীজ, সার এবং ৪৫০ জনকে উন্নত জাতের ৫টি করে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আ.লীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ ও সভাপতি ইউএনও মো. তরিকুল ইসলাম।  

উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার মো. নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবদুল্লা আল মামুন। বক্তব্য দেন- উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল, সহ-সভাপতি ও দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান প্রমুখ। 

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতারা ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। 

টিএইচ