রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মির্জাগঞ্জে তিন দিনব্যাপী চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

মির্জাগঞ্জে তিন দিনব্যাপী চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

পটুয়াখালীর ‎মির্জাগঞ্জে চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলা সদরস্থ সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরী প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন ইউএনও মো. তরিকুল ইসলাম।

বাংলাদেশ স্কাউটস মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলার বাংলাদেশ স্কাউটের সহকারী পরিচালক মো. ইকবাল হাসান, বাংলাদেশ স্কাউটের সাবেক কমিশনার মো. সুলতান আহমদ, জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা মো. সিরাজুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল বিভাগীয় সাবেক আঞ্চলিক উপ-কমিশনার প্রশিক্ষক মো. মনিরুজ্জামান প্রমুখ। 

বাংলাদেশ স্কাউটস্ উপজেলা শাখার সমন্বয়ক মো. সেলিম মাহমুদ বলেন, তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরীতে মোট ৩৬টি কাবস্কাউটস্ দল অংশ নিচ্ছে। যার মহা তাঁবু জলসা ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। 

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণকারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে মেধা ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে কাব ক্যাম্পুরী আয়োজন করা হয়েছে।

টিএইচ