পটুয়াখালীর মির্জাগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে টাস্কফোর্স কমিটির মাধ্যমে বাজার মনিটরিং করেছে প্রশাসন। রোববার (২০ অক্টোবর) উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র সুবিদখালী বাজারে শাক-সবজি, মাছ, মাংস, ব্রয়লার মুরগী, মুদি-মনোহরী, ব্রয়লার মুরগীর ডিম, চাল ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আড়তের চালান কপি না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
জানা যায়, মির্জাগঞ্জ উপজেলায় নিত্যপণ্যের দাম সহনীয় করার লক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অস্থিতিশীল করতে না পারে তারই লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দীন মাসুদ ও উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান মির্জাগঞ্জ থানার পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এ সময় বাজার যাচাই-বাছাই করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বাধীন বাজার মনিটরিং টিম।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা ও আড়তের চালান প্রদর্শন করতে না পারায় সবজি বিক্রেতা মো. রুহুল আমিনকে ১ হাজার ৫শ টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় স্বাধীন বাংলা গোশতের দোকানে ৫শ টাকা ও নিম্নমানের বীজ বিক্রির দায়ে ভাসমান বীজ বিক্রেতাকে ৫শসহ ২ হাজার ৫শ টাকা জরিমানা করেন।
টিএইচ