বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মির্জাগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

মির্জাগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং

পটুয়াখালীর মির্জাগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে টাস্কফোর্স কমিটির মাধ্যমে বাজার মনিটরিং করেছে প্রশাসন। রোববার (২০ অক্টোবর) উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র সুবিদখালী বাজারে শাক-সবজি, মাছ, মাংস, ব্রয়লার মুরগী, মুদি-মনোহরী, ব্রয়লার মুরগীর ডিম, চাল ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আড়তের চালান কপি না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

জানা যায়, মির্জাগঞ্জ উপজেলায় নিত্যপণ্যের দাম সহনীয় করার লক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অস্থিতিশীল করতে না পারে তারই লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দীন মাসুদ ও উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান মির্জাগঞ্জ থানার পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এ সময় বাজার যাচাই-বাছাই করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বাধীন বাজার মনিটরিং টিম। 

অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা ও আড়তের চালান প্রদর্শন করতে না পারায় সবজি বিক্রেতা মো. রুহুল আমিনকে ১ হাজার ৫শ টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় স্বাধীন বাংলা গোশতের দোকানে ৫শ টাকা ও নিম্নমানের বীজ বিক্রির দায়ে ভাসমান বীজ বিক্রেতাকে ৫শসহ ২ হাজার ৫শ টাকা জরিমানা করেন।  

টিএইচ