পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির (একাংশ) উদ্যোগে বিএনপি ও সহোযোগি সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন শিকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন, বিএনপি নেতা মো. মনির খন্দকার,গাজী মো. আতাউর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. নাসির হাওলাদার প্রমুখ।
টিএইচ