বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মির্জাপুর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দিনাজপুর প্রতিনিধি

মির্জাপুর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দিনাজপুরের মির্জাপুরে  বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ২টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে  ফায়ার সার্ভিস আসার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান,  বাসে কে আগুন দিয়েছে  তা আমরা তদন্ত করে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ