শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

মির্জাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জুন) জরিমানার বিষয়টি জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাকিলা বিনতে মতিন। 

জানা যায়, গত মঙ্গলবার উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া স্লুইচগেইট সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা করা হয়। জরিমানাপ্রাপ্ত উপজেলার গুনটিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৫)।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকতা শাকিলা বিনতে মতিন জানান, অভিযান চালিয়ে একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান পরবর্তী সময়ে অব্যাহত থাকবে।

টিএইচ