বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মির্জাপুরে ছয় গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে ছয় গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান

টাঙ্গাইলের মির্জাপুরে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় প্রথম বারের মতো ১১৮ জনের মধ্যে ৬ গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থানা প্রাঙ্গণে গ্রাম পুলিশদের হাতে সম্মাননা স্বারক ক্রেস্ট তুলে দেন, মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, জামুর্কী ইউনিয়নের তিনজন গ্রাম পুলিশ আফজাল সিকদার, সুভাষ রাজবংশী, মজনু মিয়া, তরফপুর ইউনিয়নের রুবেল মিয়া, আনাইতারা ইউনিয়নের জুলহাস, বানাইল ইউনিয়নের আব্দুল মালেক।

এসময় মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন, সেকেন্ড অফিসার হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, টাঙ্গাইল পুলিশ সুপারের নির্দেশনায় সারা উপজেলায় ১১৮ জন গ্রাম পুলিশদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ৬ গ্রাম পুলিশকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

টিএইচ