বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

মির্জাপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকরা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকরা

প্রচন্ড গরম সাথে সাথে প্রতিনিয়ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাধারণ মানুষের জনজীবন। 

ভূক্তভোগীরা জানান, গরম পড়তেই লোডশেডিং এতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে মশার উপদ্রবে উপজেলাবাসীর জনজীবন অসহ্য হয়ে পড়ছে, তার ওপর আবার বারবার লোডশেডিং দেয়ায় মোমবাতি অথবা হারিকেনের আলো ব্যবহার করতে হচ্ছে। এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্বাভাবিক জীবনযাত্রাও চরমভাবে ব্যাহত হচ্ছে।

জানা গেছে, উপজেলার প্রায় ১ লাখ ৭০ হাজার গ্রাহক বিদ্যুতের লুকোচুরি থেকে নিস্কৃতি চায়। কবে নাগাদ এই ভোগান্তির অবসান ঘটবে এটাই এখন জনমনে প্রশ্ন?

এ বিষয়ে মির্জাপুর পল্লী বিদ্যুতের অতিরিক্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মাহবুবুর রহমান বলেন, আমাদের বিদ্যুতের চাহিদা ৪৫ মেগাওয়াট। অনেক সময় ৪৫ মেগাওয়াটও পাচ্ছি আবার অনেক সময় কম পাচ্ছি। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পেলেও কেনো এই লোডশেডিং হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশেই একটু লোডশেডিং হচ্ছে আপনি নিজেও অবগত আছেন।

টিএইচ