বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

মির্জাপুরে হারভেস্টার মেশিন বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে হারভেস্টার মেশিন বিতরণ

সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তার আওতায় ৫০% ভর্তুকিতে টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদের মধ্যে কম্বাইন ৫টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। 

শনিবার (১১ মে) উপজেলা চত্বরে বোরো ধান কাটা মাড়াই করার জন্য হারভেস্টার মেশিনের চাবিগুলো হস্তান্তর করেন, টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিব মণ্ডল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, গোড়াই ইউনিয়ন পশ্চিম আ.লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর অসিফ অনিকসহ অনেকেই।

ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিনগুলো সংগ্রহ করেন, উপজেলার উয়ার্শী ইউনিয়নের রহিমা ইয়ার, ভাতগ্রাম ইউনিয়নের সুশমা রানী সরকার, ফতেপুর ইউনিয়নের আব্দুর রহমান। বাকি দুটি মেশিন পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

কম্বাইন হারভেস্টার মেশিন পাঁচটির মূল্য ২ কোটি টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন পাঁচটির ৫০% শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এই হারভেস্টার মেশিন দিয়ে কৃষকরা অল্প মূল্যে এবং স্বল্প সময়ে ধান কাটতে পারবেন বলেও জানান কৃষি অফিস। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।

টিএইচ