সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মুকসুদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে ১০০ ইয়াবা ও নগদ ১২ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বুধবার (৭ জুন) ভোরে অভিযান চালিয়ে মুকসুদপুর থানার এস আই খায়রুল বাশার, এসআই সুজন হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তাররা হলেন, গোপ্তরগাতী গ্রামের হাসেম শিকদারের ছেলে ওয়াসিম শিকদার এবং বরিশাল জেলার কাজীরহাট থানার হেসাম উদ্দিন গ্রামের জালাল মোল্যার ছেলে খোকন মোল্যা। 

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

টিএইচ