সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মুকসুদপুরে বিভিন্ন মামলার ১৬ আসামি গ্রেপ্তার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি   

মুকসুদপুরে বিভিন্ন মামলার ১৬ আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া এবং গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (১২ জুলাই) মুকসুদপুর থানার এসআই সুজন হাওলাদার, এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাঝিগাতী থেকে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন, কার্যবিধি ১৫১ ধারায় ৩জন এবং নিয়মিত মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। 

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে উপজেলার মাঝিগাতী থেকে ৭ জুয়াড়ি এবং বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ