সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মুকসুদপুরে মাদকসহ বিভিন্ন মামলার ১৩ আসামি গ্রেপ্তার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুরে মাদকসহ বিভিন্ন মামলার ১৩ আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী, জুয়া এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার (১১ জুলাই) সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই শওকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফতেপুর থেকে ৬০ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।  গ্রেপ্তাররা হলেন, সুজন বিশ্বাস, শহিদুল ইসলাম শেখ, সৌরভ মোল্লা।  

এছাড়াও মুকসুদপুর থানার এসআই মনির হোসেন, এসআই সুজন হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসী থেকে  ৭ জুয়াড়ি এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছেন।  

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে উপজেলার ফতেপুর থেকে ৬০ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী এবং জুয়া ও গ্রেপ্তারি পরোয়ানামূলে ১০ আসামিকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ