মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল তিনটার পর এই সংঘর্ষ শুরু হয়। প্রায় পাঁচটা পর্যন্ত চলে। এতে পুলিশ-সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
একজন গুলিবিদ্ধ হয়ছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। একজনের নিহত হয়ছে বলে গুঞ্জন উঠেছে তবে বিষযটি নিশ্চিত হওয়া যায়নি।
বিএনপির মিডিয়া উইং শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানান, বিকেলে ওই ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে গেলে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ছে।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
টিএইচ