বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে রাজস্ব হারাচ্ছে সরকার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে রাজস্ব হারাচ্ছে সরকার

মুন্সীগঞ্জে তীব্র গ্যাস সংকটের অন্যদিকে বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ গ্যাস সংযোগের একটি সিন্ডিকেট। এ সিন্ডিকেটের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে সরকার হারাচ্ছে রাজস্ব।

মুন্সীগঞ্জ সদর পৌরসভা এলাকায় কয়েক বছরে আট শতাধিক আবাসিক বহুতল ভবন গড়ে উঠেছে। সরকারিভাবে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকলেও এসব ভবনের প্রতিটি ফ্ল্যাটে জ্বলছে গ্যাসের চুলা।

আবাসিক সংযোগ বন্ধ থাকার পরও তিতাস কর্মকর্তাদের ম্যানেজ করে কেউ কেউ বৈধ সংযোগ নিলেও অধিকাংশই অবৈধ। ভবনগুলোতে বৈধভাবে যতগুলো চুলা রয়েছে অবৈধগুলোর সংখ্যা তার চেয়ে কয়েকগুণ বেশি। এসব অবৈধ চুলার বিল নিচ্ছে সিন্ডিকেটের লোকজন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভবন মালিক জানান, সিন্ডিকেটের মাধ্যমে গ্যাস সংযোগ নিয়ে তাদের কাছেই বিল পরিশোধ করতে হয়। অন্যথায় তিতাসের লোকজন এলে অভিযান চালিয়ে ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় হবে বলেন।

ফলে বাধ্য হয়ে ভবন মালিকরা সিন্ডিকেটের সঙ্গে সমঝোতা করে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। গ্যাস সরকারি হলেও স্থানীয় সিন্ডিকেট বিল নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভবন মালিকরা।

মুন্সীগঞ্জে তীব্র গ্যাস সংকটের কারণে রান্না-বান্না নিয়ে চরম বিপাকে পড়েছেন গৃহিণীরা। তারা এখন বাধ্য হয়ে গ্যাসের চুলা ছেড়ে খড়ি (লাকড়ি) বা কেরোসিনের চুলায় রান্না করছেন। আবার অনেকে রান্না করছেন মধ্যরাতে। এই নিয়ে গৃহিণীদের বিরক্তির যেন শেষ নেই, তাদের মধ্যে এখন চরম ক্ষোভ বিরাজ করছে। গ্যাস ব্যবহার না করে। প্রতি মাসে গ্যাসের বিল দিতে হচ্ছে। 

২০১৩ সাল থেকে গ্যাস সংযোগ বন্ধ থাকার পরেও কিভাবে নতুন সংযোগ দেওয়া হলো এর কোন উত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। 

মুন্সীগঞ্জে বর্তমানে আবাসিক ১৭ হাজার এবং ৪৫টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ রয়েছে। মুন্সীগঞ্জে গ্যাসের চাহিদা ৭১ লাখ (মিলিয়ন ঘনমিটার)। এর বিপরীতে পাওয়া যাচ্ছে  ৩১ লাখ ঘন মিটার। 

পঞ্চসার এলাকার আলাউদিন বলেন, গত কয়েক বছরের মতো চলতি মাসেও গ্যাস সংকটের কারণে দুর্ভোগের মধ্যে পড়েছেন শহরসহ আশপাশের হাজারো পরিবার। পঞ্চাসারের মনির বলেন, নতুন সযোগ বন্ধ থাকায় আবার। নতুন ভবনে আবার গ্যাসের সংযোগ দেখা যায়। এর কারণে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। 

তিতাস গ্যাসের মুন্সীগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আমেদ বলেন, ২০১৩ সাল থেকে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। পৌরসভার নতুন বেশির ভাগ বাড়িতে কিভাবে গ্যাস সংযোগ পেল  দায় সাড়া জবাব দিয়ে এরিয়ে গেলেন। 

মুন্সীগঞ্জবাসীর দাবী এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি যে সকল কর্মকর্তা এর সাথে জরিত তাদেরকে আইনের আওতায় এন ব্যবস্থা নিতে হবে।

টিএইচ