মুন্সীগঞ্জ উদ্বোধনের দিনই ভেঙে পড়েছে নবনির্মিত কাঠের পোল। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকে পড়েছে গ্রামে অর্ধশতাধিক পরিবারের নারী, শিশু ও পুরুষরা। ঘটনাটি ঘটেছে জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চিত্রকড়া গ্রামে। সেখানে একটি সরু খালের উপরে নবনির্মিত কাঠের পোলটি ভেঙে পড়ে।
স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে নবনির্মিত কাঠের পোলটি উদ্বোধন করতে আসেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ ও পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদার। এসময় তারা কাঠের পোলের উপরে উঠলে ভেঙে পড়ে পোলটি। এতে করে গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।
ফলে ঈদের সামনে চরম ভোগান্তিতে পড়েছে গ্রামের নারী, পুরুষ ও শিশুরা। তারা অভিযোগ করে বলেন সামনে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তড়িঘড়ি করে নিম্নমানের কাঠ দিয়ে পোলটি নির্মাণ করায় ভেঙে পড়েছে। জিলন সৈয়াল বলেন, আমরা দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতের করে আসছিলাম।
সেই বাঁশের সাঁকোর পরিবর্তে কাঠের পোল নির্মাণ করেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ ও পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদার। কিন্তু পোলটি উদ্বোধনের দিনই ভেঙে পড়েছে। এতে আমাদের গ্রামের অর্ধশতাধিক পরিবারের যাতায়াতের বন্ধ হয়ে গেছে।
এ ছাড়াও এই গ্রামের একটি আর্সেনিক মুক্ত কল রয়েছে পোলটির দক্ষির পাশে অবস্থিত এখন সেই পানি আনতেও পারছেনা কেউ। স্থানীয় বৃদ্ধ মতি সৈয়াল বলেন, দুই নাম্বার কাঠ দিয়ে তৈরি করা হয়েছে কাঠের পোলটি ফলে একদিনেই ভেঙে পড়েছে। এতে আমরা এখন বন্ধি হয়ে আছি| এখন কেউ যদি অসুস্থ হয় চিকিৎসা নিতে যেতে পারবোনা। এ ছাড়াও কেউ যদি মারা যায় আমাদের অবস্থাটা কী হবে সেটাই ভাবছি।
নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ব্যক্তিগত অর্থায়নে ৬০ থেকে ৭০ হাজার টাকা ব্যয়ের নির্মাণ হয় কাঠের পোলটি এমন কথা জানিয়ে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদার বলেন, এটা নিউজ করার মতো কিছু না। ভেঙে পড়েছে ঠিক করে দিবো। তবে নিম্নমানের কাঠ ব্যবহার হয়েছে এমন অভিযোগটি উড়িয়ে দিয়ে তিনি বলেন পোলটির নিচে খাম (পিলার) কম দেয়ায় পোলটি ভেঙে পড়েছে।
টিএইচ