সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে পানিতে ঝাঁপ দেয়া মাদক কারবারির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পানিতে ঝাঁপ দেয়া মাদক কারবারির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দিয়েছেন কুদ্দুছ সরদার নামে এক মাদক কারবারি। এ ঘটনার ৩৯ ঘণ্টা পর তার মরদেহ ভেসে উঠেছে। 

শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের দ্বিপাড়া আশ্রয়ণ প্রকল্পের পেছনে বেতকা গৌরগঞ্জ খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত কুদ্দুছ বালিগাঁও ইউনিয়নের চাষি বালিগাঁও গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে পুলিশ দেখে কুদ্দুছ সরদার দৌড়ে পালিয়ে বালিগাঁও খালের পানিতে ঝাঁপ দেন। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ফিরে চলে যায় পুলিশ। 

পরে কুদ্দুছ সরদারের পরিবার ৯৯৯ ফোন দিলে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে আসা ডুবুরি দল উদ্ধারের অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। কুদ্দুছ সরদারের মা তহুরা বেগম বলেন, পানিতে ঝাঁপ দিয়ে আমার ছেলে পুলিশের সামনেই তলিয়ে গেল, কিন্তু পুলিশ তাকে পানি থেকে উদ্ধার করেনি।

টঙ্গীবাড়ি থানার ওসি মো. রাজিব খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ