রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে মহিউদ্দিন আনিস ও বিপ্লবসহ ৪৫১ জনের নামে হত্যা মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মহিউদ্দিন আনিস ও বিপ্লবসহ ৪৫১ জনের নামে হত্যা মামলা

গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা সজল মোল্লাকে (৩০) হত্যার দায়ে ৪৫১ জনকে আসামি করে মামলা হয়েছে। এ নিয়ে মুন্সীগঞ্জে আন্দোলনে নিহতের ঘটনায় পৃথক ৩টি মামলা হলো।

এই মামলায় আ.লীগ-ছাত্রলীগ নেতা ও অন্তত ১০জন জনপ্রতিনিধিসহ ৩০১ জনের নাম রয়েছে। অজ্ঞাতনামা ১০০/১৫০ জনসহ সর্বমোট আসামি ৪৫১ জন গুলি করে হত্যার অভিযোগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সদর থানায় মামলাটি হয়। এতে বাদী হয়েছেন নিহত সজলের ছোট ভাই সাইফুল ইসলাম।

সদর থানার ওসি খলিলুর রহমান মামলায় এতথ্য জানিয়েছেন।

এর আগে গত ২০ আগস্ট রিয়াজুল ফরাজীকে গুলি করে হত্যার দায়ে তার স্ত্রী রুমা বেগম বাদী হয়ে প্রথম হত্যা মামলাটি করেন। ওই মামলায় ২০৮ জনের নাম রয়েছে। অজ্ঞাতনামা ২০০/৩০০ জনসহ সর্বমোট আসামি ৫০৮ জন। 

দ্বিতীয় মামলা হয় ৩০ আগস্ট নুর মোহাম্মদ ওরফে ডিপজল হত্যার ঘটনায় বাদী হন ডিপজলের নানী শেফালি বেগম। এ মামলায় নাম উল্লেখ্য করা হয় ৩১৪ জনের এছাড়াও অজ্ঞাতনামা ২০০/৩০০ জনসহ সর্বমোট আসামি ৬১৪ জন।

টিএইচ