সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায়  মানব উন্নয়ন সংস্থা ও বিক্রমপুর যুব ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। 

বুধবার (১২ জুন) সদর উপজেলার বজ্রযোগেনী ইউনিয়নের ভাঙ্গা চৌরাস্তায় অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তর ভবনের চারপাশে ও বিভিন্ন স্থানে ফলজ বনজ ওষধী চারা রোপণ ও বিতরণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দীন।

এসময় আরো  উপস্থিত ছিলেন, মানব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, বিক্রমপুর যুব ফাউন্ডেশন চেয়ারম্যান কাজী ফুলন ও সাধারণ সম্পাদক শিউলি ইয়াসমিন শবনমসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা। 

এসময় তারা সদর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

টিএইচ