রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবি

মুন্সীগঞ্জে সংবাদ প্রকাশ করায় সংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছে। রোববার (২২ সেপ্টেম্বর) জেলার সিরাজদিখান প্রেসক্লাবের  সামনে এ মানববন্ধন কর্সসূচি পালন করে। 

এতে দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি মো. আরিফ হোসেন হারিছের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যারের দাবি জানান গণমাধ্যম কর্মীরা। 

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধনকারীরা বলেন, অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকরা মামলা হামলার শিকার হচ্ছে।  আমরা এসব অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সাংবাদিক মো. আরিফ হোসেন হারিছসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি । 

সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আপন মাসুদের সঞ্চলনায় বক্তব্য রাখেন সিরাজদিখান প্রেসক্লাবে  সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান পনির, জাবেদুর রহমান যুবায়ের, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো. জাফর মিয়াসহ জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়া গণমাধ্যম কর্মীরা।

টিএইচ