বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

মুন্সীগঞ্জে স্ত্রী শাহানাজ পারভীন শাহীন (৫৫) হত্যার দায়ে স্বামী মমিনুল ইসলামকে (৬০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জড়িমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়। 

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। 

মামলার সূত্রে জানাযায়, ২০১৯ সালের ২৫ এপ্রিল দিনগত রাতে জেলার সিরাজদীখান উপজেলার পশ্চিম পাউসার গ্রামের স্বামী মমিনুল ইসলামের সঙ্গে তার স্ত্রী শাহানাজ পারভীন শাহীনে ঝগড়া হয়। 

পরে স্ত্রী শাহীন ঘুমিয়ে পড়েন। ওই দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী শাহীনকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী মমিনুল। এরপর ঘর তালাবদ্ধ করে সে পালিয়ে যায়।  

পরদিন সকালে মোবাইল ফোনে মমিনুল (মেঝো ভাইয়ের স্ত্রী) ভাবি জিয়াসমিন বেগমকে ঘটনাটি অবগত করেন। পরে নিহতের মেয়ে আলপনা আক্তার মলিকে এ ঘটনাটি খুলে বলেন। পরবর্তীতে শাহনাজ পারভীনকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। 

এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই সুলতান বেপারী বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন। পরে ২৯ এপ্রিল স্ত্রী হন্তারক স্বামী মমিনুলকে একই উপজেলার কুচিয়া মোড়া থেকে গ্রেপ্তার করে।

টিএইচ