মুন্সীগঞ্জের দক্ষিণাঞ্চল টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকায় রজতরেখা নদীটি এই এলাকার প্রাণ। এ নদীটি যদি চালু হয় তাহলে এ এলাকায় ফসল উৎপাদন বেড়ে যাবে। অনেকে বলছে প্রাকৃতিক কারণে, আবার অনেকে বলছে অন্য কারণে এই নদীটি ভরাট হয়ে গেছে।
যেভাবেই ভরাট হয়ে থাকুক নদীটি সচল করা হবে। আপনারা জানেন নতুন সরকার এসেছে প্রজেক্ট পাশ হওয়ার পরপরই কাজ শুরু হয়ে যাবে। যদি আবার ভরাট হয়ে যায় তবে আবার খনন করে সচল করা হবে বলে জানান জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আবুল হোসেন।
গত রোববার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে রজতরেখা নদী পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
এসময় মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াাসিফ, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়াারম্যান সোহেল, স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
টিএইচ